দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলায় পৃথক অভিযানে অস্ত্র–গুলিসহ দুজন ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাউজান থানা পুলিশ। অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রের পাশাপাশি একটি বিদেশি পিস্তল পুকুর সেচ দিয়ে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (১৬ নভেম্বর) দক্ষিণ রাঙ্গুনিয়ার মৌলভীখীল এলাকায় চেকপোস্ট স্থাপন করে হুমায়ুন উদ্দিন আকাশ ওরফে লেদাইয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাউজানের মকবুল আহমেদ সওদাগরের বাড়ির পাশের ঝোপ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
এর পরদিন সোমবার (১৭ নভেম্বর) ভোরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় হত্যা, ডাকাতি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং অস্ত্রধারী সন্ত্রাসী শাহ আলমকে গ্রেপ্তারের করতে গেলে তিনি হাতে থাকা একটি বিদেশি পিস্তল পাশের পুকুরে নিক্ষেপ করে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করার পর ঘর তল্লাশি করে চারটি দেশীয় এলজি, কার্তুজ ও গুলির খোসা পাওয়া যায়।
পরে ডিবি ও রাউজান থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় পুকুরটি সেচ দেয়। সেচ শেষে পুকুরের পাড় থেকে উদ্ধার করা হয় শাহ আলমের ফেলে দেওয়া বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গ্রেপ্তার আসামি শাহ আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণসহ মোট ৯টি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীহাটে আইয়ুব আলী সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ওইদিন রাতেও অন্যান্য আগ্নেয়াস্ত্রের পাশাপাশি পুকুর সেচ দিয়ে থানা থেকে লুটের একটি চাইনিজ রাইফেল জব্দ করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.