চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার ভর্তুকি, গ্রামীণ বিদ্যুতায়ন এবং ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির মাধ্যমে কৃষিখাতকে আরও শক্তিশালী করেছিলেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার গড়ে তোলা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আমাদের কৃষি খাত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকের হাত ধরে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন। সে কারণে কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। কৃষকের হাত ধরেই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে তোলা হবে।
রবিবার (১৬ নভেম্বর) বিকালে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও কেবি আমান আলী রোড, বিএড কলেজ, ফুলতলা, ডিসি রোড, মৌসুমির মোড় ও বাকলিয়া এক্সেস রোড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, কৃষক, উদ্যোক্তা ও জনগণের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে একটি “টেকসই খাদ্যব্যবস্থা” গড়ে তোলা হবে। কৃষকদের জন্য চালু করা হবে “ফারমার্স কার্ড”। এই কার্ডের মাধ্যমে তারা নায্যমূল্যে সার, কীটনাশক ও বীজ ক্রয়, বীমা, ঋণগ্রহণ সহ নানা ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। কৃষি ও প্রক্রিয়াজাত খাতে ১৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে— শীতলভাবে সংরক্ষণ, প্রক্রিয়াজাত শিল্প ও রপ্তানিমুখী খাদ্য শিল্পের মাধ্যমে কৃষকদের স্থানীয় ও বৈদেশিক বাজারে যুক্ত করা হবে। আধুনিক গুদাম ও কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে খাদ্য অপচয় হ্রাস এবং কৃষকের আয় বৃদ্ধি করা হবে। তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যান্ত্রিকীকরণ, ড্রোন প্রযুক্তি ও স্টার্টআপ ফান্ড প্রদান করা হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চুর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মৎস্য বিষয়ক সম্পাদক মো. বকতেয়ার, সহ-যুব বিষয়ক সম্পাদক ইসমাঈল বাবুল, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নকীব উদ্দিন ভূইয়া, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, গিয়াস উদ্দিন ভূইয়া, এম এ হামিদ। বক্তব্য রাখেন নাজমুল হক নাজু, খালেদ সাইফুল্লাহ, ফোরকান হোসেন চৌধুরী, এস এম পারভেজ, খোরশেদ আলম, জাফল ইকবাল, ফরিদুল হক লিটন, আব্দুল মালেক, মো. আলমগীর, সাইফুল, সেলিম, নাছির উদ্দিন নাছিম, জাকির হোসেন, মো. জসিম, হামিদ হোসেন, গোলজার হোসেন, শাহাজাহান স্বপন, সাইফুল ইসলাম নিরব, মো. সুলতান, মো. মুরাদ, মো. আমির, মো. হিরু, সাদ্দামুল হক, হাসান ইমাম, মো. রানা, মো. মামুন, নাছের মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.