দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের সাঙ্গু নদীতে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
রোববার (১৬ নভেম্বর) ইউনিয়নের পশ্চিম পুকুরিয়া এলাকায় পরিচালিত এ অভিযানে দুটি ড্রেজার (বালিবাহী বাল্কহেড) জব্দ ও চারজনকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, পুকুরিয়া ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ও উত্তর পুকুরিয়া এলাকার সীমানায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে দিন–রাত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর দুই তীরের বসতবাড়ি, চাষযোগ্য জমি এবং পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ঝুঁকির মুখে পড়ে। ড্রেজারের শব্দে স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় পটিয়ার শোভনদণ্ডী এলাকার বাসিন্দা মো. এরশাদের মালিকানাধীন দুটি ড্রেজার দিয়ে নদীর তলদেশ ভেদ করে ভূগর্ভস্থ বালু উত্তোলনের তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন্দ। তিনি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে চারজনকে আটক করেন। পরে দুটি ড্রেজার জব্দ করে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারিদ আহমদের জিম্মায় দেওয়া হয়। অভিযারে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান ও বিদুয়ানুল করিম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.