দেশচিন্তা ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহাজাহান বলেছেন, জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষের ত্যাগ শুধুমাত্র একটি স্বপ্ন, তা হলো নতুন বাংলাদেশ বিনির্মাণের। কিন্তু দীর্ঘ সময় পর জুলাই সনদ হলেও অন্তর্বতীকালীন সরকার সরকার এই সনদকে আইনগত ভিত্তি দিতে পারেনি। জুলাই সনদকে কার্যকর না করে নির্বাচন দিলে তা জাতির কাছে আরেকটি মৃত্যুফাঁদ করে রাখছে। এ ফাঁদে জাতিকে আবার সংগ্রাম করতে হবে বলে আমরা সরকারকে আন্দোলনের মাধ্যমে বুঝানোর চেষ্টা করছি। কিন্তু সরকার তথাকথিত বড় দলের সুপারিশে মূলতঃ ভারতের ফাঁদে পা দিচ্ছে। যার ফলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না করে জাতীয় নির্বাচন ও গণভোট একইদিন করার ঘোষণা দিয়েছে। এতে জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে জাতিকে পুনরায় অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। সরকারের এ সিদ্ধান্ত থেকে ফিরে এসে নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি। জনগণকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর জুলাই সনদের ভিত্তিতে আগামীর মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহবান জানাচ্ছি।
চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসন কমিটির উদ্যোগে শনিবার হলটুডে কনভেনশন হলে ভোটকেন্দ্র প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আমীর জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১২ আসনের এমপি প্রার্থী মানবিক চিকিৎসক ডা: ফরিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য আরিফুর রশীদ, কালারপুল থানার আমীর মাষ্টার এস এম নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার আমীর মাষ্টার সেলিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসাইন, পৌরসভা সেক্রেটারি রাশেদুল ইসলাম প্রমুখ উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, জাতি হিসেবে আমরা বড়ই অবহেলিত। শোষণবাজদের দাপটে জাতির ঐক্যমত্য বিসর্জন দিতে হয়। পুরো জাতি একমত হলেও দখলবাজদের নিপীড়নে জাতির সাথে একাত্মতা পোষণ করতে পারিনা। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ঐক্যবদ্ধ জাতির শক্তিই বড় শক্তি হিসেবে চাক্ষুষ প্রমাণ হলেও নিছক ক্ষমতার দ্বন্দে তা ভুলে যাচ্ছি। জামায়াতে ইসলামীর এই দর্শন জনগণ ও সরকারকে উপলদ্ধি করানোর জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। আশা করি সরকার জনগণের সাথে একাত্মতা পোষণ করে অনতিবিলম্বে গণভোট দিয়ে জুলাই সনদ কার্যকর করার জন্য পুনরায় তৎপর হবেন।
তিনি আরও বলেন, ইউনিয়ন দায়িত্বশীলদের নৈমিত্তিক কাজ গনসংযোগ অব্যাহত রাখতে হবে। আর এজেন্টদের কাজ দীর্ঘদিন পর পর করায় স্টাডি করে করণীয় ঠিক করতে হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে ভোট কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানাচ্ছি।
চট্টগ্রাম-১২ আসনের এমপি প্রার্থী ডাঃ ফরিদুল আলম বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিধি বৃদ্ধি শয্যা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। উন্নয়নের জন্য সৎ নেতৃত্ব খুবই জরুরী।
আগামী নির্বাচনে দূর্নীতি ও ফ্যাসিবাদ নির্মূল করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সৎ লোকের শাসন নিশ্চিত করলেই দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব। পটিয়ার জনগণ এবার সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করে নতুন পটিয়া বিনির্মাণে এগিয়ে আসবেন, ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি বক্তব্যে জেলা আমীর বলেন, ডা: আবু নাছের এর বিজয় হলে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত উন্নত দেশ গঠনে সহায়ক হবে। সৎলোক নেতৃত্বে আসলে ব্যবসায়ী, জনগণ ও সরকারের জন্য কল্যাণ হবে। তাই দূর্নীতিমুক্ত দেশ গঠনে সৎলোকে বিকল্প নেই। জনগণের আশা আকাংখা প্রতিফলন ঘটাতে জামায়াতে ইসলামীর বিজয় অনিবার্য। আগামী সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চায়। বিজয়ের লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে উপজেলা আমীর বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে আপনাদের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। আশা করি আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.