দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে মোঃ মছরুর হোসেনের সভাপতিত্বে আবৃত্তিশিল্পী আশিকুর রহমানের সঞ্চালনায় "চেতনার দ্রোহে বহমান স্বাধীনতা" আবৃত্তি সন্ধ্যা ও আলোচনা সভা ৩০ মার্চ, শনিবার অনুষ্ঠিত হয়। মুক্তধ্বনির আবৃত্তি শিল্পী ইসরাত জাহানের কবি হেলাল হাফিজের কবিতা "অস্ত্র সমর্পণ" কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদার, বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যেতে বলেন। আবৃত্তি শিল্পীদের উচ্চারিত কবিতায় স্বাধীনতার ইতিহাস ফুটে উঠে। মুক্তধ্বনির আয়োজনের প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে আসছে মুক্তধ্বনি। এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর সদস্য সচিব হোসেন সারোয়ার্দী, যুগ্ম আহ্বায়ক ইফতিয়াজ সাইদ সরদার সায়মন, শেখ ফরিদ, লিটন। অনুষ্ঠানে আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন দেবাশিষ রুদ্র, প্রতিভা দাশ, মুজাহিদুল ইসলাম, ইসমাইল সোহেল, জেবুন নাহার শারমিন মুস্তারি নাজু, অনির্বাণ চৌধুরী জিকু। মুক্তধ্বনির আবৃত্তিশিল্পী সায়রা বানু রুশ্মি, শামছুদ্দিন রানা, ইমরান হোসাইন, আহমেদ সাব্বির আকাশ, আরিফ বিন সালেহ, কাজী তামান্না সুলতানা বিপাশা, নুরুল ইসলাম সামির, ইসরাত জাহান, মোঃ নেজাম উদ্দিন, নওশিন সানজিদা, মমিনুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতি আবৃত্তি শিল্পী মোঃ মছরুর হোসেনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.