দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে একই দিনেই ৩ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে কুতুবদিয়ার কৈয়ারবিল বড় মৌলভীপাড়ায় ২ শিশু এবং দুপুরে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামে আরেক শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার পরিদর্শক মো. আরমান হোসেন।
স্থানীয়রা জানায়, শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কৈয়ারবিল বড় মৌলভীপাড়ার ইলিয়াছের ১ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায়। এ সময় কবির আহমদের ৮ বছরের মেয়ে জোৎস্না আক্তার ওই শিশুকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ২ শিশুকে পুকুর থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিপ্লব রুদ্র দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। শিশু ২টির বাবা-মা কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তারা স্থানীয় শুঁটকি মহালে কাজ করতে এসে ভাড়া বাসায় থাকতেন।
অপরদিকে একই দিন দুপুর ২টার দিকে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামের বেলালের ছেলে তাফসীর (৪) পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।
কুতুবদিয়া থানার পরিদর্শক মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিভাবকদের অসচেনতার কারণে একই দিনে কুতুবদিয়ায় ৩জন শিশু পানিতে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ৩টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১২ নভেম্বর) একই দিন উপজেলার আলী আকবর ডেইল কিরণপাড়ার মেহেদী হাসানের ছেলে আহমদ (২) ও লেমশীখালী মাজার পাড়ার নুর নবীর পুত্র বেলাল (৪) পুকুরে ডুবে মারা যায় বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.