আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ

দেশচিন্তা ডেস্ক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে শনিবার (১৫ নভেম্বর) থেকে নতুন পোশাক কার্যকর করা হয়েছে। জেলা পুলিশ এখনো নতুন পোশাক পাননি, তবে পর্যায়ক্রমে তারা নতুন পোশাক পাবেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি মাথায় রেখে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। এর অংশ হিসেবে মহানগর পুলিশে লৌহ রঙের নতুন পোশাক প্রদান করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ এবং নৌ পুলিশও এই নতুন পোশাক পরবেন।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ‘আজ থেকে সব মহানগরের পুলিশ সদস্য নতুন পোশাক পরবেন। ধীরে ধীরে সব সদস্যের জন্য এটি কার্যকর হবে।’

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, জেলা ও রেঞ্জ পুলিশের সদস্যরা পর্যায়ক্রমে নতুন পোশাক পাবেন। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) আগের পোশাক ব্যবহার করবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, ‘পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র‌্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটি নতুন পোশাক নির্ধারিত হয়েছে। তবে একসঙ্গে সব সদস্যের জন্য প্রয়োগ করা সম্ভব নয়; ধাপে ধাপে কার্যকর হবে।’

অন্তর্বর্তী সরকার আশা করছে, নতুন পোশাকের সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতারও পরিবর্তন আসবে। পুলিশ সংস্কারের জন্য সরকার স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ