দেশচিন্তা ডেস্ক: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, গুপ্ত রাজনৈতিক শক্তি নির্বাচনকে ঘিরে নানামুখী বিভ্রান্তি, গুজব এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত। গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য। ৭১’র পরাজিত শক্তি দুঃখজনকভাবে বিভিন্ন সময়ে নির্বাচনকে ঘিরে নানামুখী বিভ্রান্তি, গুজব এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা লক্ষ্য করা যায়, যা মূলত নির্বাচন বানচালের একটি পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। ফলশ্রুতিতে পলাতক ফ্যাসিস্ট মাথাচাড়া দিচ্ছে যা বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।
তিনি গতকাল ১৪ নভেম্বর শুক্রবার বিকাল ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের উদ্যোগে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ’র পক্ষে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটের অধিকার ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা রাষ্ট্রের স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য হুমকি। জনগণই রাষ্ট্রশক্তির উৎস, আর তাদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার চেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর নেতৃত্বে এদেশের আপামর জনগণ রুখে দিবে। যুবদলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে অদৃশ্য শত্রু আস্তে আস্তে সামনে আসছে। তিনি এ সময় চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ কে বিজয়ী করতে যুবদলের নেতা-কর্মীদের ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর বার্তা ৩১ দফা পৌঁছে দেওয়ার আহবান জানান। ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ বীর চট্টলার কৃতি সন্তান, উনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এলাকার ভোটারদের অনুরোধ জানান। ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জাবেদ হোসেন এর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব সোলায়মান হোসেন মনা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকি, সাবেক মহানগর যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান লেবু, মোহাম্মদ এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, রাজন খান, ওমর ফারুক, জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, সিরাজ সিকদার, দক্ষিণ জেলা যুবদল নেতা মোহাম্মদ আলমগীর, জাহাঙ্গীর আলম মনি, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন সেলিম, শহিদুল ইসলাম কুট্টি, মিল্লত হোসেন, শফিউল বাশার শামু, সদস্য মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ নাছির, মোহাম্মদ মনছুর, হাসান চৌধুরী তোফা, আরিফুল ইসলাম ইলু, মোঃ আকবর, মোহাম্মদ মোরশেদ, কোরবান আলী রহিম, জয়নাল আবেদীন খোকন, মোহাম্মদ সুমন, ছালেহ আহমদ খোকন, ৭নং ওয়ার্ড যুবদলের রাসেল আহমদ, ওমর সানি, মোঃ জাহেদ, ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.