আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাফাখুম ঝরনায় গোসলে নেমে নিখোঁজ পর্যটক এখনো উদ্ধার হয়নি

দেশচিন্তা ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলায় নাফাখুম জলপ্রপাতে গোসলে নেমে মো. ইকবাল হোসেন (২৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকা ডেমরা এলাকা থেকে আসা ১১ জনের একটি টিম ভ্রমণে গেলে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, থানচি উপজেলার দুর্গম নাফাখুম জলপ্রপাত পরিদর্শনে যান পর্যটক দলের সদস্যরা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সফরসঙ্গীদের সঙ্গে জলপ্রপাতের পানিতে গোসল করতে নামেন ইকবাল হোসেন।

গোসলের একপর্যায়ে স্রোতের গতিতে তিনি পানির নিচে তলিয়ে যান এবং এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও নিখোঁজ ইকবালকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার বলেন, ‘পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। নিখোঁজ পর্যটক ইকবাল ঢাকা ডেমরার সারুলিয়া এলাকার বাসিন্দা। তাকে উদ্ধারে আমাদের টিম কাজ করছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ