দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ির রামগড়ে অবৈধ ভিওআইপি কার্যক্রমের সরঞ্জামসহ দুই চীনা নাগরিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন— চীনা নাগরিক জিয়াং চেংটং (৩৩), ট্যাং টংউ (৩২) এবং তাদের সহযোগী বাংলাদেশি নাগরিক মো. আসিফ উদ্দিন (২৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত থেকেই তাদের ওপর নজরদারি রাখা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে রামগড় পৌরসভার ৪ নং ওয়ার্ডের খান কমপ্লেক্সের চতুর্থতলার একটি কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
এ অভিযানে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে— ভিওআইপি গেটওয়ে, রাউটার, সিমবক্স, বিপুল পরিমাণ সিমসহ প্রয়োজনীয় ডিভাইস।
ঘটনার পর বিটিআরসির এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের উপ-সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন। তিনি জানান, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.