দেশচিন্তা ডেস্ক: নিরপেক্ষ নির্বাচন দিন, অন্যায়কারীর পালানোর পথ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনা–৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে শোভাযাত্রা শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সকাল সোয়া ৯টায় মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে খুলনার জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেয় পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল—এমন দাবি আয়োজকদের।
শোভাযাত্রা শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার অভিযোগ করেন, ‘এবারের নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে।’
তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘নিরপেক্ষ থাকুন, স্বচ্ছ নির্বাচন দিন, সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করুন।’
সতর্ক করে তিনি আরও বলেন, ‘অতীতে রাজনৈতিক পক্ষপাতমূলক কাজে জড়িত বহু পুলিশ কর্মকর্তা পরে আইনি জবাবদিহির মুখে পড়েছেন। অন্যায় করলে কারও পালানোর পথ খোলা থাকবে না।’
পথসভায় পরওয়ার বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে কার্যক্রম করতে পারছি। জনগণ শান্তির বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।’
তিনি দাবি করেন, ‘নতুন প্রজন্মের মধ্য থেকেই পরিবর্তনের ধারা শুরু হয়েছে।’
নির্বাচনে ‘কালো টাকার প্রভাব’ বন্ধের আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘যারা শত কোটি টাকা খরচ করে নমিনেশন নিচ্ছে, তাদের উদ্দেশ্য সৎ নয়; তারা নির্বাচিত হলে দুর্নীতি বাড়বে।’
জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগরসহ বিভিন্ন এলাকা ঘুরে শিরোমণি শহীদ মিনার চত্বরে শেষ হয়। পথজুড়ে গ্রামবাসীরা হাত নেড়ে পরওয়ারকে শুভেচ্ছা জানান, আর নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
পথসভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমীর জি এম আব্দুল গফুর। বক্তব্য দেন খুলনা–১ আসনের প্রার্থী মাওলানা আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.