দেশচিন্তা ডেস্ক: খালি পেটে লেবু পানি খেলে অনেকেরই পাকস্থলী ও কিডনির সমস্যা হতে পারে। তাই লেবু পানি খেতে পারেন সকালের নাশতার পর। আর এতেই শরীরে পেতে পারেন নানারকম উপকারিতা।
খাওয়ার পর লেবু পানি খেলে তা হজম শক্তি বাড়ায়। বদহজম বা অম্বলের সমস্যা দূর করে। পাকস্থলীর পিএইচ মান নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শরীরের পানিশূন্যতা দূর করে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে আসুন জেনে নিই সকালে নাশতার পর লেবু পানি খাওয়ার কিছু উপকারিতার কথা-
১. হজম প্রক্রিয়া উন্নত করে: লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজম প্রক্রিয়াকে উৎসাহিত করে এবং গ্যাস্ট্রিক জুসের নিঃসরণকে বাড়ায়, যা খাবার হজমে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য দূর করে।
২. ডিটক্সিফিকেশন: এটি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।
৩. ওজন কমাতে সহায়ক: লেবু পানি শরীরে মেটাবলিজম বাড়াতে সহায়তা করে, যা ওজন কমাতে ভূমিকা রাখে।
৪. ভিটামিন সি এর উৎস: লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই শরীরে ভিটামিন সি-এর চাহিদা পূরণে খেতে পারেন লেবু পানি।
৫. ত্বকের জন্য ভালো: লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ কমাতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, বলিরেখা দূর করে।
৬. শরীর হাইড্রেট রাখবে: লেবুর গুণ আপনাকে সরাসরি হাইড্রেট রাখবে না। তবে লেবুর স্বাদ এ বিষয়ে পালন করবে এক অনন্য ভূমিকা।
৭. লিভারের কার্যক্রম সচল রাখে: লিভার আপনার শরীরে ফিল্টার হিসেবে কাজ করে। লেবুর সাইট্রাস ফ্লাভোনইডস্ লিভার থেকে বর্জ্য ফেলে দিতে ও লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে। তাই লিভারকে সুস্থ রাখার জন্য লেবু পানি খুব উপকারী।
৮. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: টক জাতীয় যেকোনো ফল, যেমন- লেবুতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও লেবুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যার প্রভাবে শরীরে কোনো রোগ জীবাণু সহজে বাসা বাঁধতে পারে না।
৯. মুখের দুর্গন্ধ হতে দেয় না: লেবুতে যে সাইট্রাস আছে তা সহজেই মুখের ভেতর ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা রোধ করে। আর তাই মুখে দুর্গন্ধ হয় না। তবে লেবুর এসিড দাঁতে অতিরিক্ত পরিমাণ পড়লে দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে। তাই মাঝে মাঝে স্ট্র দিয়ে লেবু পানি পান করতে পারেন।
১০: ক্লান্তি দূর করে: গরমের দিনে আমাদের শরীর প্রচণ্ড ঘেমে যায়। ফলে শরীরে ব্লাড সুগার লেভেল কমে যায় এবং আমরা ক্লান্ত হয়ে যাই। লেবু পানিতে চিনি মিশিয়ে পান করে নিলে ব্লাড সুগার লেভেল বেড়ে যায় এবং ক্লান্তিটা আর থাকে না!
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.