আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেসি-লাউতারোর গোলে বছরের শেষটা জয়ে রাঙালো আর্জেন্টিনা

দেশচিন্তা ডেস্ক:লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসির গোলে ২০২৫ সালে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচটি জয়ে রাঙালো আর্জেন্টিনা। ফিফা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-০ ব্যবধানে হারালো আলবিসেলেস্তেরা।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৯ কোটি টাকা খরচ করে শুক্রবার (১৪ নভেম্বর) ঘরের মাঠ লুয়ান্ডার ১১ নভেম্বর স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করেছিল অ্যাঙ্গোলা।

র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার তুলনায় ৮৮ ধাপ পিছিয়ে অ্যাঙ্গোলা। তবে লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের দুর্বলতা প্রকাশ পায়নি তাদের। আর্জেন্টিনার আক্রমণের জবাবে বেশকিছু পাল্টা আক্রমণ শাণিয়েছিল তারা। যদিও আলবিসেলেস্তেদের রক্ষণ দেয়াল ভেঙে গোল করা হয়নি তাদের। অন্যদিকে নিয়মিত দলের একাধিক খেলোয়াড়কে ছাড়া মাঠে নামলেও আক্রমণে ভালোই আধিপত্য ছিল লিওনেল স্ক্যালোনির শিষ্যদের। যদিও তারা গোলের একাধিক সুযোগ মিস করেছে। তবে লাউতারো ও মেসির কল্যাণে শেষমেশ স্বস্তির জয় নিয়েই মাঠ ছেড়েছে।

এদিন ১৯তম মিনিটেই প্রথম গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বক্সে নেয়া মেসির ওয়ান অন ওয়ান শট ডানে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন অ্যাঙ্গোলার গোলররক্ষক হুগো মার্কেস। পাঁচ মিনিট পর আর্জেন্টিনার আরেকটি আক্রমণ প্রতিহত করে দেয় অ্যাঙ্গোলার রক্ষণভাগ। চাপ সামলে ৩৭তম মিনিটে দারুণ এক আক্রমণে আর্জেন্টিনার বক্সে ঢুকে পড়েছিল অ্যাঙ্গোলা। তবে চিকো বানজা ও টো কার্নেইরো দুবারের চেষ্টাতেও গোল আদায়ে ব্যর্থ হন। এক মিনিট পর থিয়াগো আলমাদার পাস পেনাল্টি এরিয়ার কাছে পেয়েও হতাশ করেন মেসি। তার আলতো ছোঁয়ার শট যায় বারের ওপর দিয়ে। ৪০তম মিনিটে ফের আক্রমণে ওঠে আর্জেন্টিনা। তবে লাউতারো মার্টিনেজের ফিরতি পাস নাগালে না পাওয়ায় সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। শেষমেশ ৪৪তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন লাউতারো। মেসির পাস বক্সের ডানপ্রান্তে ফাঁকায় পেয়ে নিঁখুত নিচু শটে জালে জড়ান তিনি। তাতে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

বিরতির পরও মাঠে নেমে আক্রমণে আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ৫৮তম মিনিটে লো সেলসোকে তুলে মাঠে নামানো হয় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ভাই কেভিন ম্যাক অ্যালিস্টারকে। জাতীয় দলের জার্সিতে এটি তার প্রথম ম্যাচ। এছাড়া আরও কয়েকজন খেলোয়াড়কে সুযোগ করে দেন স্ক্যালোনি। এর মধ্যে আর্জেন্টিনার একাধিক চেষ্টা প্রতিহত করে দেয় অ্যাঙ্গোলা। অনেক চেষ্টার পর ৮১তম মিনিটে গোলের দেখা পান মেসি। রদ্রিগো ডি পল থেকে ফিরতি পাস বক্সের বাঁ প্রান্তে পেয়ে নিঁখুত শটে জাল খুঁজে নেন তিনি। এর পাঁচ মিনিট পর মাঠ ছাড়েন তিনি। বাকি সময়ে দলের অন্যরা আর গোল এনে দিতে পারেননি। উল্টো যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একটি গোল শোধের সুযোগ পেয়েছিল অ্যাঙ্গোলা। তবে বক্সের বাঁ প্রান্ত থেকে বাড়ানো সতীর্থের ক্রস লক্ষ্যে হেড নিতে ব্যর্থ হন কার্নেইরো।

তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ২০২৫ সালে এটি তাদের শেষ ম্যাচ। আগামী বছরের মার্চে ফিনিলিসিমায় তারা মুখোমুখি হবে স্পেনের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ