দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে নতুন নিয়োগকৃত Integrated Security Services Limited (ISS) এর ১৩০ জন নিরাপত্তাকর্মীর ওরিয়েন্টেশন আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল ৯.৩০টায় চবি নিরাপত্তা দপ্তরের সামনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় ভৌগোলিক কারণে নিরাপত্তার অধিকতর প্রয়োজন রয়েছে। যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আগে থেকে যারা দায়িত্ব পালন করছেন; সবাই আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। আপনাদের দায়িত্বের সাথে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি জড়িত রয়েছে।
চবি নিরাপত্তা দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ এর সঞ্চালনায় বিশেষ বক্তব্যে চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। আমরা আপনারা একে-অপরের পরিপূরক। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা প্রধান) আবদুর রহিম, তথ্য-ফটোগ্রাফি শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন, আইএসএস এর ডেপুটি ম্যানেজার জুবায়ের আহমেদ, আইএসএস এর সিকিউরিটি অফিসার সিরাজুল হক ও রিয়াজুল করিম, নিরাপত্তা দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.