দেশচিন্তা ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশে অনেক দলের শাসন ও বিভিন্ন আদর্শের শাসন দেখা গেছে। কিন্তু সেসব শাসনে দেশে দুর্নীতি বেড়েছে, সন্ত্রাস বেড়েছে এবং হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। মানুষের প্রকৃত আয় কমেছে, আর তাদের সার্বিক আর্থ-সামাজিক পরিস্থিতি অবনতি হয়েছে। ২৪ জুলাইয়ের অভ্যুত্থান দেশকে নতুনভাবে গড়ার সুযোগ এনেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর-৩ সংসদীয় আসনে নির্বাচনী কর্মশালায় তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, এখন সময় দেশের মানুষকে আমাদের হাজার বছরের লালিত ইসলামের আদর্শে গড়ে তোলার। জুলাই অভ্যুত্থানের পর মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছে। আমরা যদি সেই সুযোগ কাজে লাগাতে না পারি, তাহলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার দেবে। সরকার একটি দলকে সন্তুষ্ট করতে গিয়ে জনগণের দাবি উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, চাঁদপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.