আজ : শুক্রবার ║ ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের জালে দুই হালি গোল দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান

দেশচিন্তা ডেস্ক: পাকিস্তানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ হকি দল।

শুক্রবার (১৪ নভেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৮-০ গোলে তারা হারিয়েছে বাংলাদেশকে।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ বাছাইয়ের টিকিট নিশ্চিত করল পাকিস্তান।

ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানকে এগিয়ে দেন সুফিয়ান খান। প্রথম কোয়ার্টারে এরপর আর কোনো গোল করতে পারেনি সফরকারীরা।

১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোলটিও করেন সুফিয়ান খান। ৩০ মিনিটে রানা ওয়াহিদ আশরাফের স্টিক থেকে তৃতীয় গোল। ৩০ মিনিটে পেনাল্টি কর্নারে জাল কাঁপান রানা ওয়ালিদ

তৃতীয় কোয়ার্টার শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে পঞ্চম গোলের দেখা পায় পাকিস্তান। ফিল্ড প্লে থেকে গোল আদায় করে নেন হান্নান শহীদ। প্রথম দুই কোয়ার্টারে কয়েকবার আক্রমণের ঝলক দেখালেও পেনাল্টি কর্নার পায়নি বাংলাদেশ। কিন্তু তৃতীয় কোয়ার্টারে এসে খোলে সেই দুয়ার। তবু তা কাজে লাগাতে পারেননি আশরাফুল ইসলাম।

শেষ কোয়ার্টারে বাংলাদেশকে তেমন কোনো সুযোগই দেয়নি পাকিস্তান। ৫৩ মিনিটে আফরাজ ও ৫৭ মিনিট একক নৈপুণ্যে অসাধারণ এক গোল করেন রানা ওয়াহিদ। ৫৯ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন পাকিস্তানের অধিনায়ক আম্মাদ শাকিল ভাট।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ