দেশচিন্তা ডেস্ক: অবশেষে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৮৭ রান। তাতে ৩০১ রানের লিড পায় টাইগাররা। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান।
তৃতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতেই হাসান মুরাদকে হারায় বাংলাদেশ। ম্যাথু হামফ্রেসের বলে ক্যাম্পারের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর নাহিদ রানা একটি চার মারলেই বাংলাদেশের লিড ছাড়িয়ে যায় ৩০০ রানে। সঙ্গে সঙ্গেই টাইগার অধিনায়ক শান্ত ইনিংস ঘোষণা করেন।
আয়ারল্যান্ডের হয়ে ৫ উইকেট পেয়েছেন ম্যাথু হামফ্রেস। যা টেস্ট ক্রিকেটে তার দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার। দুই উইকেট পেয়েছেন ব্যারি ম্যাকার্থি।
এদিকে, দেশের মাটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৫৬০ রান করেছিলো বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান ৬৩৮। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে এই সংগ্রহ পেয়েছিল তারা।
আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের টেস্টে ক্রিকেটে নানা রেকর্ড ভেঙ্গেছে টাইগাররা। টেস্টে এই প্রথম বাংলাদেশের প্রথম চার ব্যাটার অর্ধশতক কিংবা শতকের দেখা পেলেন। এছাড়াও, এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচ ব্যাটার অন্তত অর্ধশতকের দেখা পেয়েছে। যা টেস্টে বাংলাদেশের ক্রিকেট পঞ্চমবার দেখল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.