দেশচিন্তা ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লেট।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
বিএনপি সূত্রে জানা গেছে, সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ও বিনিয়োগের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া আগামীতে বিএনপির সরকার গঠন করলে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সে বিষয়েও আলোচনা হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.