দেশচিন্তা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২৪ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি ৬৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে দৌলতদিয়ার আনু খাঁর আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
জানা গেছে, ভোরে জেলে ইছাক হালদার তার সহযোগীদের নিয়ে দৌলতদিয়া তালতলা এলাকার পদ্মা নদীতে জাল ফেলেন। ভোর পৌনে ৪টার দিকে জালে ধাক্কা লাগলে জাল তুলে দেখতে পান বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।
সকালে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়ত এনে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২৪ কেজি। ওই আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬৪ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, ‘পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা রয়েছে। এজন্য বেশি দাম দিয়ে মাছটি কিনে মোবাইলে যোগাযোগ করে ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৬৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি। ক্রেতার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠিয়েও দিয়েছি।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.