দেশচিন্তা ডেস্ক: আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে বিদেশ গমনের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
রাজনৈতিক মামলায় পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আতিক উদ্দিন চৌধুরীকে কক্সবাজারে আনা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি বলেন, বিদেশ যাওয়ার সময় তাকে আটক করা হয়। ইতোমধ্যে আইনি প্রক্রিয়ায় কক্সবাজারে নিয়ে আসা হচ্ছে। তার বিরুদ্ধে সদর থানায় বেশ কয়েকটি রাজনৈতিক মামলা আছে। আইনি ব্যবস্থা নেওয়ার পর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.