দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ তার ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আগামী নির্বাচন গণতন্ত্র পুন:রুদ্ধারের নির্বাচন। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। আগামী নির্বাচন এদেশকে নতুন করে গঠনের নির্বাচন। এই নির্বাচনে জনগণেই বিজয় অবশ্যম্ভাবী। কোন অপশক্তি নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবেনা। মনে রাখতে হবে, গণতন্ত্রের জন্য এদেশের মানুষ বার বার রক্ত দিয়েছে। রক্ত দিয়ে তারা স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার রক্তে এদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। গণঅভ্যূত্থানে স্বৈরাচারি, খুনী হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে গেছে। সুতরাং জনগণকে নতুন করে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবেনা। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে।
বুধবার (১২ নভেম্বর) বিকালে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের আন্দরকিল্লা, টেরিবাজার, বক্সিরহাট ও লালদিঘী এলাকায় তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফার লিফলেট বিতরণ ও শীষের পক্ষে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ধানের শীষে জনগণের আস্থার প্রতীক। ষড়যন্ত্র করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষের জোয়ারে ষড়যন্ত্রকারীরা ভেসে যাবে। শহীদ জিয়ার ১৯দফার আলোকে তারেক রহমান এদেশকে নতুন করে সাজাতে ৩১দফার পরিকল্পনা গ্রহণ করেছেন। ৩১দফার প্রতিটি দফায় নিহিত রয়েছে মানুষের কল্যাণ। তিনি এদেশের প্রতিটি শ্রেণী-পেশার মানুষের কথা চিন্তা করেছেন। আগামী দিনে তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশকে আমরা একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করবো।
৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহবায়ক আলাউদ্দিন আলী নুরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপি নেতা হেলাল চৌধুরী, গিয়াস উদ্দিন ভূইয়া, এম এ হামিদ, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক শফিক আহমদ, মো. শাহালম, ইব্রাহিম বাচ্চু, মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক নাজমুল হক নাজু। ৩২নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ওসমান গণির সঞ্চালনায় বক্তব্য দেন আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির য্গ্মু আহবায়ক কলিম্ুিদ্দন, আলমগীর চৌধুরী, জাহাঙ্গীর আলম রেজা, আলী আজগর, প্রশান্ত কুমার পাণ্ডে, কামাল উদ্দিন দুলাল, আফসার হোসেন, আবুল বশর, আলী আকবর, সাইফুল আলম নিরব, মিঠুন দাশ, জিয়া উদ্দিন, আবুল হাশেম, মো. হারুন, মো. বাপ্পি, আবুল কালাম, শাহআলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.