দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম সোনা জব্দ করেছে কাস্টমস।
বুধবার (১২ নভেম্বর) সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটে (বিজি-১৩৬) আসা পাঁচ যাত্রীর কাছ থেকে ১২০০ গ্রাম সোনা জব্দ করা হয়।
পাঁচ যাত্রী হলেন- জেসমিন আক্তার, মো. নাসির, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী, কীজা মনোয়ারা বেগম ও ইয়াসমিন আক্তার।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইটে পাঁচ যাত্রীর কাছ থেকে ১২০০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। সেখান থেকে ব্যাগেজ নীতিমালা অনুযায়ী পাঁচ যাত্রীকে ৫০০ গ্রাম সোনা দেওয়া হয়। বাকি ৭০০ গ্রাম সোনা জব্দ করা হয়। যাত্রীদেরকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.