দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের খুলশী ও কর্ণফুলী থানাএলাকায় খাদ্যপণ্যে কেমিক্যাল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ দ্রব্য বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে খুলশী থানার ওয়্যারলেস এলাকায় অবস্থিত নিউ শাহী বেকারিতে খাদ্যদ্রব্য উৎপাদনে কেমিক্যাল রং ও অস্বাস্থ্যকর তেল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদবিহীন উপকরণ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। গত ১১ নভেম্বর একই বেকারিতে অভিযান চালানোর সময় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। একই এলাকায় ফুলকলি মিষ্টান্ন ভাণ্ডারে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন বিক্রি এবং পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় ক্যাফে আল মক্কা হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশ ও অননুমোদিত প্রক্রিয়ায় খাবার প্রস্তুতের কারণে ১০ হাজার টাকা, জাহাঙ্গীর ফুডসকে বাসি মিষ্টি সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা, নূর সুইটসকে পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘনের কারণে ৭ হাজার টাকা এবং বনফুল মিষ্টান্ন ভাণ্ডারকে একই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এছাড়া অংশ নেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.