দেশচিন্তা ডেস্ক: “উদ্ভাবনে নতুনত্বের ছোঁয়া" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৬তম উদ্যোক্তা উন্নয়ন মেলা ও প্রতিযোগিতা—২০২৫। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলামের তত্ত্বাবধানে বিবিএ ৭১ব্যাচ ও এইচটিএম ৩৬ তম ব্যাচের উদ্যোগে একাডেমিক কোর্সের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
বেলা ১২টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। অতিথি ছিলেন ড.মুনাল মাহবুব, চেয়ারম্যান, মাটিটা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মাইফুল আকতার, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম সহ বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, শিক্ষার্থীরা অধ্যায়নরত অবস্থায় এই ধরনের আইডিয়া নিয়ে কাজ করছে দেখে আমি মুগ্ধ। তাদের মধ্যে উদ্ভাবন ও সৃষ্টিশীলতার মনোভাব রয়েছে। একজন সফল উদ্যোক্তা মানে হাজারো কর্মসংস্থানের সৃষ্টি। এই ধরনের আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীরা চাকরি নেয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে চাকরি দেয়ার মানসিকতা অর্জনে সক্ষম হবে। তরুণ শিক্ষার্থীরা যদি সৃজনশীলতা ও উদ্যোগী শক্তির মাধ্যমে দেশে নতুন নতুন ব্যবসার প্রসার ঘটাতে পারে তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকাংশে বেড়ে যাবে এবং অর্থনীতি শক্তিশালী হবে।
অতিথির বক্তব্যে ড.মুনাল মাহবুব বলেন "সৃজনশীলতা এবং উদ্ভাবন সাফল্যের মূল চাবিকাঠি"। ছাত্রজীবন থেকে উদ্যোক্তা হওয়ার যে মানসিকতা তোমাদের মধ্যে তৈরি হয়েছে তা সত্যিই প্রশংসাযোগ্য।
মাইফুল আক্তার বলেন "নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সবসময় পাশে আছে।
মূলত ব্যবসার প্রসার ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ সেমিস্টার ভিত্তিক এ মেলার আয়োজন করে থাকে। এবার শিক্ষার্থীরা ১০টি স্টলে তাদের নিজেদের আইডিয়া থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করেন। সমাপণী অনুষ্ঠানে সেরা স্টল ও প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.