দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৩৩তম “সিইউ মার্কেটিং ডে” আগামী ১৩ নভেম্বর, বৃহস্পতিবার, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণিলভাবে উদযাপিত হবে। দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মানিত ডিন ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনটির উদযাপন শুরু হবে। এর পর ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে সকাল দশটায় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে থাকবে “ক্যারিয়ার হার্ডলস” বিষয়ে কর্পোরেট রাউন্ড টেবল সেশন। এছাড়া থাকছে উদ্যোক্তাদের নিয়ে টকশো “অন্ট্রপ্রাণারিয়াল ইনসাইট”।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.