দেশচিন্তা ডেস্ক: যুক্তরাজ্যে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত মিলনমেলা ম্যানর পার্কের আইভি ব্যাংকুইটিং সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক শিক্ষার্থীরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে অংশ গ্রহণ করেন। ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ফারজানা করিম ও ১৫তম ব্যাচের শিক্ষার্থী মনিরুজ্জামান সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আলী মো. ওয়াজেদ। ১ম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ ব্যাচ পর্যন্ত উপস্থিত সাবেক শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা করে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠেন। অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন, হাসি-আনন্দে ভরপুর মিলনোৎসবে। স্মৃতির উচ্ছ্বাস,বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে, ভালোবাসার উষ্ণতায় সবাই পুরো সময়টিকে আপন করে নেয় এক প্রাণের বাঁধনে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেসি (কিংস কাউন্সেল) ব্যারিস্টার মোজাম্মেল হোসাইন, চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারার; বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি; সোসাইটি ফর ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস-এর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি। নিউহ্যাম কাউন্সিল সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ এবং টাওয়ার হেমলেট কাউন্সিল সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা মুখরোচক খাবারে সমৃদ্ধ ডিনারের পর শুরু হয় সাবেক শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাচ্চাদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ পর্বে অত্যন্ত আকর্ষনীয় ইভেন্ট র্যাফেল ড্র এতে ভাগ্যবান বিজয়ীদের হাতে মূল্যবান পুরস্কার তুলে দেয় সিনিয়র ব্যাচের বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.