দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালী ও চান্দগাঁও এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার দুই আসামি হলেন: বাকলিয়া থানাধীন ডাইলবাড়ির মিয়াখান নগর এলাকার মহসিন খানের ছেলে মো. মানিক খান ওরফে মানিক্যা এবং একই এলাকার মো. সিরাজের ছেলে মো. ইউনুছ।
ওসি ইফতেখার উদ্দিন আরও জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০ বছরের সাজাপ্রাপ্ত ওই দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.