দেশচিন্তা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ওঠা ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। মাছটি নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কাতল মাছটি স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ কিনে নেন।
জানা গেছে, রোববার ভোরের দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার স্থানীয় জেলে মঙ্গল হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়তদার রেজাউল মণ্ডলের আড়ত থেকে নিলামে ২ হাজার ৫শ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান।
এ বিষয়ে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো আজও সকালে বাজারে মাছ কিনতে যাই। এ সময় দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়ত ঘরে বিশাল আকারের এই কাতলা মাছটি নিলামে তুললে আমিও শরিক হই। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৫শ টাকা কেজি দরে ৫০ হাজার টাকায় কাতলা মাছটি কিনে নেই। মাছটি বিক্রির জন্য নিজের আড়ত ঘরে এনে রেখেছি। কেজি প্রতি ১০০ টাকা করে লাভ রেখে মাছটি বিক্রি করব বলে তিনি জানান।
তিনি আরও বলেন, এই মৌসুমে ২০ কেজির মতো কাতলা মাছটি হাতেগোনা এক-দুইটি ধরা পড়ছে। এত বড় কাতলা মাছ পেয়ে জেলেরা যেমন খুশি হয়েছেন, আমিও একজন ব্যবসায়ী হিসেবে অনেকটা খুশি হয়েছি। মোবাইল ফোনের মাধ্যমে সিলেটের লন্ডন প্রবাসী এক ব্যক্তির কাছে মাছটি বিক্রি করে দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.