দেশচিন্তা ডেস্ক: ছোট ও বড়পর্দার অভিনেত্রী কুসুম শিকদার একটা সময় নাটক ও সিনেমার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত নন অভিনেত্রী।
দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন এ তারকা। সেভাবে আর তাকে পর্দায় দেখা না গেলেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিরতির কারণ জানালেন কুসুম শিকদার। যেখানে তার কথায় পেশাদারত্ব ও প্রতিশ্রুতির গুরুত্ব উঠে এসেছে।
অভিনেত্রী বলেন, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে রাখেন। তিনি বলেন, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারা কেবল নিজের নয়, সবার জন্যই ক্ষতিকর।
কুসুম শিকদার বলেন, কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি, আমার মনে হচ্ছিল যে, আমি এমন একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি যে, আমি হয়তো কথা দিয়ে কথা রাখতে পারব না। তিনি বলেন, তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আপাতত আমি কাজ না করি। যদি কখনো আবার পারি করব বলে জানান অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.