দেশচিন্তা ডেস্ক: উৎসব মুখর পরিবেশে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে ৮ নভেম্বর, ২০২৫ শনিবার অনুষ্ঠিত হলো দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে। সকাল সাড়ে ১১টায় ফিটা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান সহ আমন্ত্রিত অতিথিরা। এসময় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, জিপিএইচ ইস্পাতের পরিচালক সাদমান সাইকা সেফা, আয়োজক কমিটির আহবায়ক, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন অনুষদের অধ্যাপকগণ, বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, শিক্ষক, কর্মকতার্, প্রাক্তন শিক্ষার্থীসহ অধ্যায়নরত শিক্ষার্থীরা।
অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটা বড় সুযোগ যেখানে নিজেকে প্রমাণ করে ক্যাম্পাস থেকে ক্যারিয়ার শুরু করার। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজের দক্ষতা ও মেধাকে প্রমাণ করার জন্য একটি প্লাটফর্ম খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে করি ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে এর মতো আয়োজনগুলো শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে উদ্বুদ্ধ করবে এবং সঠিক কর্মস্থল খুঁজে নিতে সহায়ক হবে। আশাকরি সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে নিয়োগদাতা প্রতিষ্ঠান গুলোকে সন্তুষ্ট করে স্বপ্নের কর্মস্থলে জায়গা করে নেবে। সাউদার্ন ইউনিভার্সিটির আমন্ত্রণে ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে—তে অংশগ্রহণ করার জন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান গুলোর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজক কমিটি।
শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস থেকে চাকরীর সুযোগ করে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। এতে দেশের স্বনামধন্য ২৫টি চাকরীদাতা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে সিভি জমা দিয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ পান শিক্ষার্থীরা। এই আয়োজনের উদ্দেশ্য হলো শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং নিয়োগকর্তাদের একটি একক প্লাটফর্মে সংযুক্ত করা যাতে কর্মসংস্থানের প্রচার , পেশাদার সম্পর্ক গড়ে তোলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যের সাথে সারিবদ্ধ করা যার ফলে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) প্রয়োজনীয় শর্ত ও নির্দেশনা পূরণ হয়। দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে—তে বিশেষ আলোচনা পর্বে দেশের জনপ্রিয় প্রতিষ্ঠানের এইচআর হেড ও প্রফেশনালরা শিক্ষার্থীদের সামনে চাকরির সাক্ষাৎকারের বিভিন্ন কলাকৌশল তুলে ধরেন।
ক্যারিয়ার ফেস্টে অংশগ্রহণকারী নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো হলো কেডিএস গ্রুপ (গোল্ড স্পন্সর), মীর গ্রুপ(গোল্ড স্পন্সর), র্যানকন প্রপার্টিস লিমিটেড, পি২পি পরিবার, মেরিডিয়ান গ্রুপ, দি পেনিনসুলা চট্টগ্রাম, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লি, মার্স অ্যাপারেলস লিমিটেড, ইফাদ গ্রুপ, মা—শিশু—ও—জেনারেল হাসপাতাল, বিবিটিএসএল, ডিজিটাল ডট নেট, অ্যালবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড, জেনিথ ফার্মাসিউটিক্যালস লি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি, ডেটা সফট সিস্টেম বাংলাদেশ লি, আলটিমেট আইটি সলিউশন লিমিটেড, টিউলিপটেক লি, টেকনিউজ ৩৬৫, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, ইবনে সিনা , বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ (বিআইএলএস), এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম, সানমার প্রপার্টিজ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)এবং ইংলিশ ট্র্যাক।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.