দেশচিন্তা ডেস্ক: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পারফিউমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) ভোরের দিকে দিলোভাসি শিল্পাঞ্চলের গুদামে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।
দেশটির সংবাদমাধ্যম টিআরটি হাবারের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরের দিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোকায়েলি প্রদেশের দিলোভাসি শিল্পাঞ্চলের একটি পারফিউমের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত ও একজন আহত হয়েছে।
আঞ্চলিক গভর্নর ইলহামী আক্তাশ বলেছেন, দমকলকর্মী, উদ্ধারকারী দল ও পৌরসভার কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি বলেন, এই ঘটনায় আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। একজনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
যদিও এর আগে পারফিউমের গুদামে অগ্নিকাণ্ডে দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ
তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভির প্রচারিত ভিডিওতে দেখা যায়, গুদাম হিসেবে ব্যবহৃত ভবনটির দুই তলা আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের উৎস এখনও পরিষ্কার নয়। অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।
দেশটির ইস্তাম্বুল শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত দিলোভাসি তুরস্কের অন্যতম বৃহৎ শিল্পনগরী। ওই এলাকায় বহু গুদাম ও কারখানা রয়েছে।
সূত্র: এএফপি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.