শহিদুল ইসলাম (শহিদ)বান্দরবান প্রতিনিধি:
ধর্ম বর্ণ সকলের অংশ গ্রহনে হিন্দু বৈষ্ণব উৎসব দোলযাত্রা একই সাথে শুক্রবার বান্দরবান জেলায় থানচিতে এই সর্ব প্রথম দোলযাত্রা উৎসবটি পালিত হল। হোলি উৎসবের সাথে দোলযাত্রা উৎসবটি সর্ম্পক এই উৎসবের আরেক নাম হল বসন্ত উৎসব প্রতি বছর ফাল্গুন মাসের পূর্নিমা তিথিতে এই দোলযাত্রা অনুষ্ঠিত হয়।
দোলযাত্রা ও হোলি উৎসব হিন্দু ধর্মে মতে যে বিষয় থেকে দোল যাত্রার উৎসব শুরু , পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে, উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপিরা তার শ্যাম বর্ণের কারণে পছন্দ করবে কিনা এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশা ও ক্লান্ত দেখে তাঁকে বললেন,তুমি রাধার কাছে গিয়ে রাধার মুখমন্ডলকে যেকোন রঙ দিয়ে রাঙিয়ে দিতে পারলেই তোমরা জুতি হয়ে যাবে কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণ জুতি হয়ে যায় তাই রাধা ও কৃষ্ণের এই রঙ নিয়ে খেলায় হোলি বা দোলযাত্রা উৎসব হিসাবে প্রতি বছর পালন করা হয়ে থাকে ।
এই উৎসব কে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় বলীবাজার সনাতনী সচেতন যুব সমাজের আয়োজনের, পলাশ কর্মকার নেতৃত্বে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে করে দোলায় চড়িয়ে র্কীতনগান সহকারে হিন্দু পাড়া শিব মন্দির হতে শুরু করে বলীবাজার এলাকা জুড়ে আশে পাশে পাড়া হয়ে এক শোভা যাত্রায় বের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.