দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এসময় পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৭ নভেম্বর) ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকের আরটিএম হাসপাতালের পাহাড় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এতে উদ্ধার করা হয় একটি একনলা দেশীয় তৈরি বন্দুক ও এক রাউন্ড গুলি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও রওফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছে। ফলে ক্যাম্পের ভেতরে নিয়মিত গোলাগুলি ও হামলার ঘটনা ঘটছে। সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে রাতের বেলা চলাফেরা বন্ধ করে দিয়েছেন। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের পর ক্যাম্প-১৯ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বিঘ্নিতের চেষ্টা করছে একটি সশস্ত্র রোহিঙ্গা গ্রুপ। আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে। উদ্ধার অস্ত্রটি থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.