দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃস্টি হয়েছে। এ গণজোয়ার অব্যাহত রাখতে হবে। নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অতীতের ন্যায় মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি বাড়ির মহিলাদের মাঝে শাহজাহান চৌধুরীর সমর্থনে দাঁড়িপাল্লার গণসংযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচনের দিন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ডেকে খুঁজে ভোট দেয়া নিশ্চিত করা মহিলা মা-বোনদের দ্বারা সম্ভব।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) লোহাগাড়ার স্থানীয় কমিউনিটি সেন্টারে উপজেলা মহিলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত মহিলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লোহাগাড়া উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মিসেস শাহীন তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ সংসদীয় আসন কমিটির পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, জেলা নায়েবে আমীর ও আসন কমিটির সদস্য সচিব ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। মহিলাদের মধ্য থেকে চট্টগ্রাম অঞ্চল পরিচালিকা মিসেস মেরিনা সুলতানা, জেলা সেক্রেটারি মিসেস গুলশান হোসাইন, সহ সেক্রেটারি মিসেস আসমা সুলতানা,মিসেস শামসুন্নাহার,মিসেস উম্মে রুম্মান ও মিসেস শাহনাজ বেগম। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের, সেক্রেটারি আ ন ম নোমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আবদুস ছালাম, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা জসিম উদ্দীন, কাজী নুরুল আলম চৌধুরী সহ প্রমুখ উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, হাজার হাজার শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বৈরাচারমুক্ত দেশকে এগিয়ে নিতে অন্তর্বতীকালীন সরকারকে জনগণের হয়ে কাজ করতে হবে। কোন দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। জামায়াতে ইসলামী ৫ দফা দাবি আদায়ে সোচ্চার। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের বিচার না করলে আগামী নির্বাচন নিয়ে তারা নতুনভাবে ষড়যন্ত্র করবে। প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার করা এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সহযোগী দলগুলো নিষিদ্ধ করেই যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ নতুনরূপে ফিরে আসবে। তাই এবিষয়ে সরকারকে আরও দায়িত্ববান হওয়ার আহবান জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, নভেম্বরে গণভোট দিয়ে জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম সম্ভব। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণের সমর্থন নিয়ে মহিলাদেরও আন্দোলন চালিয়ে নিতে হবে। সরকারকে নভেম্বরে গণভোট দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী বলেন, জামায়াতের পাঁচ দফা দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচীতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করানোর জন্য নিয়মিত গণসংযোগের পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি করতে হবে। একে অপরের খোঁজখবর নিতে হবে। তাদের সুখ দুঃখের সঙ্গী হতে পারলে মানুষের হৃদয় জয় করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.