দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন মুহাম্মদ নজরুল ইসলাম।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় দেওয়ানবাজার বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান।
বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াত একটি জনকল্যাণমূলক সমাজ গঠনের নিরলস সংগ্রামী কাফেলার নাম। সমাজসেবা ও সামাজিক সংশোধনের জোর তাগিদ ইসলাম দিয়েছে বলেই জামায়াত সমাজসেবা ও সমাজ সংস্কারে মনোযোগ দেয়। ইসলামে নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহভীরু যোগ্য নেতৃত্ব ছাড়া মানুষের সার্বিক কল্যাণ ও মুক্তি সম্ভব নয়। জামায়াতে ইসলামী সেই মানের নেতৃত্ব জাতিকে উপহার দিয়ে চলেছে।
তিনি বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে মৌলিক সংস্কার পাশ কাটিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তারা আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চায়। মূলত তারা দেশকে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুরোনো ধারায় ফেরানোর কৌশলগত ষড়যন্ত্রে লিপ্ত। ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক শক্তিকে এই ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক।
গত বছরের ২ ফেব্রুয়ারি শাহজাহান চৌধুরীকে চট্টগ্রাম মহানগর শাখা জামায়াতর আমির নির্বাচন করা হয়। তবে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ওইদিন তার পরিবর্তে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয় নায়েবে আমির নজরুল ইসলামকে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.