দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ চার দফা দাবি জানিয়েছে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক এবং বাংলাদেশের খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুর এ দাবিগুলো জানান।
দাবিগুলো হলো-
১. কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করতে হবে।
২. তাদের ইসলামি পরিভাষা ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
৩. সংবিধানে আকিদায়ে খতমে নবুয়তের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৪. ধর্মীয় শিক্ষা ও প্রচারে বিভ্রান্তি রোধে জাতীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
এ সময় সংবাদ সম্মেলনে আল্লামা আব্দুল হামিদ মধুপুর লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এ দেশের নব্বই শতাংশ মানুষ বিশ্বাস করে মির্যা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানা ইসলাম বিরোধী। তাই কাদিয়ানিরা মুসলমান হওয়ার প্রশ্নই আসে না বরং তারা অমুসলিম কাফের। কিন্তু আজও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হয়নি। এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, আইনশৃঙ্খলার অবনতিসহ নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের সুস্পষ্ট আহ্বান- বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার অতিদ্রুত কাদিয়ানী সম্প্রদায়কে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে তাদের জন্য সংখ্যালঘু অধিকার নিশ্চিত করুক। এটি কোনো বিদ্বেষ নয় বরং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রদানের দাবি এবং ইসলামের সুরক্ষার দাবি; যা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। আমরা কারো ধর্মচর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে এমন কথা বলছি না। আমরা কাদিয়ানীদের নাগরিক অধিকার, তাদের নিরাপত্তা ও স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু আমরা চাই, তারা যেন ইসলামের নামে বিভ্রান্তি ছড়াতে না পারে। তারা যেন নিজেদের ধর্ম স্বীয় নাম পরিচয়েই পালন করে এবং মুসলিম পরিচয়ে ইসলামের মর্মে যেন কোনোরূপ আঘাত হানতে না পারে।
আগামী ১৫ নভেম্বর শনিবার সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন আয়োজন করবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, কাদিয়ানীদেরকে বিভিন্ন দেশ থেকে প্রত্যক্ষ প্রশ্রয় দেওয়া হয়। এই চাপের কাছে আমাদের সরকার নত হয়ে আছে। আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে অব্যাহতভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছি। আমরা শান্তিশৃঙ্খলা রক্ষা করে নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, সেই জায়গা থেকে আমরা অব্যাহত দাবি জানিয়ে যাচ্ছি। আমরা আশা করি— একটা পর্যায়ে গিয়ে আন্তর্জাতিক চাপের মোকাবেলায়, অভ্যন্তরীন চাপ যখন বেশি হবে, তখন এই দাবি পূরণে সরকার বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের সদস্য সচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী, সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.