দেশচিন্তা ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় এক সংবাদ সম্মেলনে জকসু নির্বাচনী তফসিল ঘোষণার সময় এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
নির্বাচনী তফলিসে বলা হয় আগামী ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ; ৯ থেকে ১১ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি; ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ; ১৩, ১৬,১৭ নভেম্বর মনোনয়ন বিতরণ; ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল; ১৯ এবং ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই; ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ; ২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি; ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট; ৩ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ; ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার; ৯ ডিসেম্বর প্রত্যাহার করা প্রার্থী তালিকা প্রকাশ; ৯ থেকে ১৯ ডিসেম্বর প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, ২২ ডিসেম্বর ভোটগ্রহণ এবং ওই দিনই ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে।
এর আগে ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়। গত রোববার আচরণবিধি ও নির্বাচনের তারিখ বিষয়ে মতামত জানতে ছাত্র সংগঠনের নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশনার।
গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.