দেশচিন্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির গভর্নর পদে নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল জয়ী হয়ে অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতেরেলিকে পরাজিত করেন। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শেরিল নিউ জার্সির ৫৭তম এবং অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হলেন। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, নির্বাচনে ৩০ লাখের বেশি ভোট পড়েছে। এর মধ্যে শেরিল ৫৬ শতাংশ বা ১৬ লাখ ৮২ হাজারের বেশি ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী জ্যাক সিয়াতেরেলি ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।
নিউ জার্সি অঙ্গরাজ্য ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটিক রাজনীতির সমর্থক বা ‘ব্লু স্টেট’ হিসেবে পরিচিত। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্প হারলেও, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ২০১৬ সালের তুলনায় এখানে ভালো ফল করেছিলেন। মাত্র এক বছর আগের ভোটে অঙ্গরাজ্যটির ট্রাম্পের দিকে ঝুঁকছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে নির্বাচনের ফলাফলে দেখা গেল, নিউ জার্সির গভর্নর পদ ডেমোক্র্যাটদের হাতেই থাকল।
সূত্র: দ্য গার্ডিয়ান
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.