দেশচিন্তা ডেস্ক: নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে অভিনন্দন জানিয়েছেন।
শুধু মামদানিকেই নয়, মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বিজয়ী হওয়া সব ডেমোক্র্যাট প্রার্থীকে তিনি অভিনন্দন জানান।
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিভিন্ন সংবাদমাধ্যম মামদানিকে বিজয়ী ঘোষণা করার কয়েক মুহূর্ত পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ওবামা এই অভিনন্দন জানান বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছেন।
এক্স-এ দেওয়া পোস্টে ওবামা লিখেছেন, ‘আমরা যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া শক্তিশালী, ভবিষ্যতমুখী নেতৃত্বের পাশে একত্রিত হই, তখন আমরা জয় লাভ করতে পারি।’
তিনি আরও লেখেন, ‘এখনও আমাদের অনেক কাজ বাকি, কিন্তু ভবিষ্যৎ এখন একটু উজ্জ্বল দেখাচ্ছে।’
এর আগে গত ১ নভেম্বর ওবামা মামদানিকে ফোন করে, নির্বাচনে জিতলে পরামর্শক হিসেবে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সূত্র: রয়টার্স
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.