দেশচিন্তা ডেস্ক: বাঁশখালী উপজেলা রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের বার্ষিক বিশেষ সাধারণ সভা মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে টাইমবাজারস্থ হাজী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আ. ন. ম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী এমরানুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইছহাক। প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা, বাঁশখালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন। এসময় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাঈল, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোখতার হোসাইন সিকদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা জোবাইর আহমদ, সাধারণ সম্পাদক এড. জালাল উদ্দীন প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশ, নতুন বাঁশখালী বিনির্মাণে শ্রমিকের অধিকার নিশ্চিত না করে কোন বিকল্প নেই। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করে গেছেন মানবতার মুক্তির মহান দূত হযরত মোহাম্মদ (সা:)। তিনি এরশাদ করেছেন, 'শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরী দিয়ে দাও'। তিনি আরও বলেছেন, 'যারা কায়িক শ্রম দিয়ে কাজ করে তারা আল্লাহর বন্ধু'। তারা পরিশ্রম করে হালালভাবে জীবিকা নির্বাহ করে। আমার শ্রমিক ভাইদের প্রতি কেউ অন্যায়, অযাচিত আচরণ করলে শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের বিরুদ্ধে মাঠে নেমে যাবে। শ্রমিক ভাইদের প্রতি কোন সরকারি, বেসরকারি জুলুম চাপিয়ে দেয়া হলে তাদের ভাই, বন্ধু, সন্তান হিসেবে আমিও জালেমের বিরুদ্ধে লড়ে যাবো, ইনশাআল্লাহ।
বক্তব্যে সুন্দর, সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফভিত্তিক আগামীর বাঁশখালী বিনির্মাণে দল, মত নির্বিশেষে সকলের আন্তরিক দোয়া, সহযোগিতা ও সমর্থনও প্রত্যাশা করেন বাঁশখালী আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.