দেশচিন্তা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ৮৪ বছর বয়সে মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
চেনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশের প্রশাসনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ও ইরাক যুদ্ধ–পরবর্তী নীতিনির্ধারণে তিনি ছিলেন ওয়াশিংটনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।
কঠোর পররাষ্ট্রনীতির সমর্থক হিসেবে পরিচিত এই রিপাবলিকান নেতা পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হয়ে ওঠেন।
ওয়াশিংটনে প্রায় চার দশকব্যাপী কর্মজীবনে চেনি নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের আমলে সবচেয়ে কম বয়সে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হন; পরে ওয়াইওমিং অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে কংগ্রেসে দায়িত্ব পালন করেন এবং প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।
পরে তিনি প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশের সময়ে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বুশের ছেলে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশের অধীনে দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্টর দায়িত্ব পালন করেন।
রাজনীতির বাইরে তিনি ছিলেন টেক্সাসভিত্তিক জ্বালানি কোম্পানি হ্যালিবারটনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার সময়, প্রেসিডেন্ট ওয়াশিংটনের বাইরে থাকায় চেনিই প্রথম পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন।
তার আত্মজীবনী ‘ইন মাই টাইম’-এ তিনি লিখেছেন, ‘যখন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হলো, আমি তাকে জানালাম যে পেন্টাগনে হামলা হয়েছে এবং তাকে ওয়াশিংটনে না ফেরার পরামর্শ দিলাম। শহরটি আক্রমণের মুখে, আর হোয়াইট হাউস ছিল অন্যতম লক্ষ্য।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.