দেশচিন্তা নিউজ ডেস্ক:
জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ও এসএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান পিকাস শীল সাগর বলেছেন বর্তমান সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুতের ঘাটতি পূরণে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ জনগণের পাশাপাশি দেশ-বিদেশে প্রশংসনীয় হয়েছে। সোলার প্যানেল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তিনি গ্যাসের মূল্য বৃদ্ধি না করে প্রি.পেইড মিটার সংযোজনে কার্যক্রম জোরদার করে গ্যাসের মূল্য বৃদ্ধির পরিবর্তে চুরি বন্ধে এগিয়ে আসতে সরকারের কাছে জোরদাবী জানান। যৌক্তিক কোন কারণ ছাড়া এই মুহুর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে সাধারণ জনতার পাশে থাকতে সরকারের কাছে দাবী জানিয়ে বলেন প্রজাতন্ত্রের সকল সিদ্ধান্ত হওয়া উচিত গণমানুষের স্বার্থে। তিনি আজ ২১ মার্চ সকাল ১১টায় দক্ষিণ শ্রীশ্রী শ্যামা মন্দিরে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মাহজাবীন মোরশেদ এমপি কর্তৃক প্রদত্ত সোলার প্যানেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকন চন্দ্রশীল ঝন্টুর সভাপতিত্বে ও জনি শীল শিবুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দিনেশ শীল, জিটু শীল, শংকর দে, হারাধন শীল, দিলিপ শীল, রতন শীল, সুকুমার শীল, রনজিত শীল মদন, সাধন শীল, মিঠু শীল, বিশজিত কর্মকার, কিষাণ চৌধুরী, জনি শীল, মুন্না শীল, জয় শীল, রিমন শীল, জনি শীল, সাধন শীল, মুন্না শীল, জয় শীল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.