দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ এর উদ্যোগে ‘বৈষম্যহীন শব্দের উচ্চারণই আবৃত্তি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে প্রমিত উচ্চারণ উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা, বরণ এবং বিদায় অনুষ্ঠান আজ মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত কবি, ঔপন্যাসিক ও গীতিকার কবি জাকির আবু জাফর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে অধিক গুরুত্বের সাথে দেখছে। বর্তমানে পাঠকের চাইতে লেখকের সংখ্যা অধিক। তিনি বলেন, আমরা সাহিত্য ও সংস্কৃতির চর্চার মাধ্যমে প্রকৃত লেখক ও সাহিত্যিক হতে পারি। এ অনুষ্ঠান যে সংগঠন আয়োজন করেছে আমি তাদের সকলের জন্য শুভ কামনা জানাচ্ছি। এরকম শিক্ষামূলক সংগঠন ক্যাম্পাসে আরও থাকা উচিত। এ সংগঠন এ ক্যাম্পাসের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করবে বলে প্রত্যাশা করি। উপাচার্য বলেন, আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ বৃদ্ধির জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য নতুন শিক্ষক নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও আবৃত্তি সংসদের উপদেষ্টা মোহাম্মদ মোজাম্মেল হক, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক তাসলিমা আকতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আবৃত্তি সংসদের সভাপতি জনাব আদিল হাসান। চবি আবৃত্তি সংসদের সহ-সভাপতি জনাব তাফহীমুল হক ও তথ্য-যোগাযোগ সম্পাদক জনাব শ্রাবণী চৌধুরী মম এর সঞ্চালনায় অনুষ্ঠান সংসদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.