শহিদুল ইসলাম (শহিদ), বান্দরবান:
১৮ র্মাচ জেএসএস র্কতৃক রাঙামাটি বাঘাইছড়ি ৯ মাইল এলাকায় ৮ জন ভোট কন্দ্রে থেকে গাড়িতে করে ফেরার পথে বাঙালি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে র্পাবত্য বাঙালি ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখা ।
১৯ র্মাচ সমাবেশের র্পুবে একটি মিছিল বের করে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বান্দরবান বাজারে এসে শেষ হয় পরে বান্দরবান প্রেস ক্লাবের বিশাল সমাবেশ অনুষ্টতি হয় ।
সমাবেশে বক্তব্য রাখেন র্পাবত্য বাঙালি ছাত্র পরিষদ বান্দরবান জেলার আহবায়ক মোঃ মিজানুর রহমান (আখন্দ) এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্রনেতা সালাউদ্দিন, সাখাওয়াত, মোঃ দিদার, খিজির আলম, মোঃ তারেক সহ আরো অনেকে ।
সমাবেশে বক্তারা বলনে অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে ফাসিঁ নিশ্চিত করতে হবে, খুন হওয়া পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, সন্ত্রাসী সংগঠন জেএসএসকে নিষিদ্ধ ঘোষনা করতে হবে, প্রত্যাহারকৃত সনো ক্যাম্প র্পুন স্থাপন করতে হবে এবং ইন্ধনদাতা হিসিবে রাষ্ট্র বিরোধী বক্তব্যের কারনে বাসন্তী চাকমার বিচার করতে হবে অন্যথায়, হরতালরে মত কঠিন কর্মসূচী ও আসতে পারে বলে বক্তারা বলনে ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.