দেশচিন্তা ডেস্ক: পাথরঘাটা শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম-৯ আসনে এমপি পদপ্রার্থী আবু সুফিয়ান বলেন আমরা কেউ সংখ্যালঘু নই, এই স্লোগানকে ধারণ করে আগামীর চট্টগ্রাম তথা বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে স্থান করে নিবে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা সকলে মিলেমিশে সহাবস্থানে থেকে এই দেশকে উন্নত দেশে রূপান্তর করব। তার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থীকে ধানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। বিশেষ অতিথি হেলাল চৌধুরী বলেন, আমি ছোটবেলা থেকে আপনাদের সাথে একই সামাজিকভাবে হেসেখেলে সমান্তলভাবে বেড়ে উঠেছি। আমাদের মধ্যে কোন দিন কোন সাম্প্রদায়িক বিষবাষ্প কখনো আশ্রয় নিতে পারেনি, এই সহাবস্থান আগামীতেও যুগ যুগ ধরে চলমান থাকবে এটা আমি এবং আমার দল শতভাগ বিশ্বাস করে। উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা হেলাল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, আলমগীর চৌধুরী, বাবলু চৌধুরী, শমসের আলী, বিশ্বজিৎ দত্ত বাবু, রয়েল দাশ, এড. দিদারুল ইসলাম টিপু, টিটু কুমার নাথ, প্রবাল কৃষ্ণ দে, হিল্লোল দাশ, সুজন দাশ, পিন্টু দাশ, তপন দাশ সর্দ্দার, শাহেদ, সেলিম, সুব্রত আইচ, মুন্না, তালেব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.