দেশচিন্তা ডেস্ক: অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার বেন অস্টিন বলের আঘাতে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার মেলবোর্নে ঘটে এই দুর্ঘটনা, যা স্থানীয় ক্রিকেট মহলে গভীর শোকের ছায়া ফেলেছে।
ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন ১৭ বছর বয়সি এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচের আগে অনুশীলনের সময় তিনি অটোমেটিক বোলিং মেশিনের মুখোমুখি ছিলেন। হেলমেট পরা অবস্থাতেই একটি বল তাঁর মাথা ও গলার সংযোগস্থলে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলেও, চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় তার।
ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, “বেনের মৃত্যু আমাদের জন্য গভীর বেদনাদায়ক। তিনি ছিলেন আমাদের দলের এক উজ্জ্বল নক্ষত্র, অসাধারণ নেতা এবং সবার প্রিয় মানুষ।” ক্লাবটি আরও জানিয়েছে, এই দুর্ঘটনা পুরো ক্রিকেট সম্প্রদায়কে নাড়িয়ে দিয়েছে।
ক্রিকেটে এমন ঘটনা অত্যন্ত বিরল। সর্বশেষ ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় বলের আঘাতে প্রাণ হারান টেস্ট ক্রিকেটার ফিলিপ হিউজ, যিনি শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে ব্যাটিং করার সময় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই ক্রিকেটে মাথা ও ঘাড় সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এবং চালু করা হয় কনকাশন প্রটোকল।
বেন অস্টিনের মৃত্যু সেই করুণ স্মৃতিকে আবারও ফিরিয়ে এনেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। তাঁকে স্মরণ করছে সতীর্থ ও সমর্থকেরা, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে শোকবার্তার বন্যা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.