দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের রামুতে ১১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার চোরাই মালামাল উদ্ধারসহ আন্তজেলার দুর্ধর্ষ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রামুর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার চোরাই মালামাল উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো. আরিফ হোসাইন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ১১ অক্টোবর গভীর রাতে রামু থানার ফতেখাঁরকুল ইউনিয়নের বাইপাস স্টেশন এলাকার আবছার প্লাজা ও মেসার্স আল-আমিন স্টোরে চুরির ঘটনা ঘটে। ওই চক্রটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের অনুমোদিত ডিস্ট্রিবিউটর আল-আমিন স্টোরের গুদাম কাম অফিসের শাটার ভেঙে প্রবেশ করে প্রায় ১৭ লাখ ৬৬ হাজার ৮৩০ টাকার বিভিন্ন পণ্য ও মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রামু থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ বিশেষ অভিযান শুরু করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়া রাজাপালং ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে নিজাম উদ্দিন (৩৪), একই এলাকার মৃত হারুনুর রশীদের ছেলে মো. রুবেল (২৭), এবং সদরের পিএমখালী এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে নুরুল আমিন (৬৫)।
এ সময় উদ্ধার করা হয় ৩৫,০০০ শলাকা বেনসন অ্যান্ড হেজেস সিগারেট (মূল্য প্রায় ৬ লাখ ৪৭ হাজার টাকা), ৬টি স্যামসাং স্মার্টফোন, ১টি সিসি ক্যামেরার ডিভিআর মেশিন, নগদ ৪২ হাজার টাকা, একটি পুরোনো সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল খোলার বিভিন্ন যন্ত্র, ১টি টিপ ছোরা এবং ১০ কেজি মার্বেল।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, “চোরচক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.