আজ : বুধবার ║ ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ ক্যাম্পাসে আয়োজিত হয় মাসিক সাহিত্য সেমিনার।

২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, বিকেল ৩টায় এই অনুষ্ঠানে দুটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপন করা হয়। প্রথম গবেষণাপত্র ‘এক্সপ্লোরিং টি.পি.ডি পারসেপশনস অ্যান্ড চ্যালেঞ্জেস এমাং টারশিয়ারি ই.এল.টি ফ্যাকাল্টি ইন বাংলাদেশ’ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ পারভীন সিঁথি। দ্বিতীয় প্রবন্ধ ‘বাংলাদেশি গার্মেন্টস ওয়ার্কার্স সোশিও-ইকোনমিক রিয়েলিটি অ্যান্ড সোশিওলিঙ্গুইস্টিক পারস্পেকটিভস: অ্যান এক্সটেনসিভ রিসার্চ’ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক জাগরণ দে মিল্টন।
শাহনাজ পারভীন তাঁর গবেষণায় ইংরেজি ভাষা শিক্ষায় চারটি দক্ষতা (শোনা, বলা, পড়া ও লেখা) অর্জন করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সঠিক জ্ঞান লাভ, সহযোগিতামূলক মনোভাবে পাঠ দান এবং সর্বোপরি সাস্টেইনেবল গোল-৪ অনুযায়ী ‘সকলের জন্য অন্তর্গতমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করা’—এই বিষয়গুলোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। ইংরেজি ভাষা শিক্ষায় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এগুলোর অপরিহার্যতাও উপস্থাপন করেন। প্রবন্ধটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পেশাগত মানোন্নয়নের জন্য তত্ত্বীয় জ্ঞান এবং স্বকীয় ও বাহ্যিক অনুপ্রেরণার আবশ্যকতা আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা শিক্ষায় সময়পোযোগী পদক্ষেপ নিতে বেশ কিছু পরামর্শ অন্তর্ভুক্তি করা হয়েছে এই গবেষণাপত্রে।
দ্বিতীয় গবেষণাপত্রে গবেষক জাগরণ দে মিল্টন বাংলাদেশি পোশাক শ্রমিকদের আর্থ-সামাজিক বাস্তবতা তুলে ধরেন। তিনি দেখিয়েছেন, অনেক পোশাকশ্রমিকের স্কুলের পড়াশোনা খুবই কম, উল্লেখযোগ্য সংখ্যক নিরক্ষর বা অর্ধশিক্ষিত, বাংলা ভাষায় জ্ঞান তেমন থাকে না, যার ফলে লিখিত তথ্য এবং আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমগুলিতে প্রবেশাধিকার সীমিত হয়। পোশাকশ্রমিকরা আঞ্চলিক উপভাষা এবং স্থানীয় ভাষায় কথা বলে, অন্যদিকে ব্যবস্থাপনা কতৃপক্ষ আনুষ্ঠানিক বাংলা বা ইংরেজিতে যোগাযোগ করে, যা শ্রেণিবদ্ধ ভাষাগত বাধা তৈরি করে। ভাষাগত ব্যবধান কাজের প্রত্যাশা সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়িয়ে তোলে।
আলোচক প্যানেলে অংশ নেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, সহযোগী অধ্যাপক গাজী শাহাদাত হোসেন, সহযোগী অধ্যাপক কোহিনূর আক্তার এবং প্রভাষক মু. মেহেদী রহমান। প্রফেসর ড. মোহীত উল আলম বাংলাদেশের উচ্চশিক্ষা পর্যায়ের ইংরেজি ভাষা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও বাস্তব চ্যালেঞ্জ এবং পোশাক শ্রমিকদের সমাজ-অর্থনৈতিক বাস্তবতা ও সমাজভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ উপস্থাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সৈয়দা সালমা আখতার। সভায় সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দিন।
সেমিনারের এক পর্যায়ে সদ্য প্রয়াত খ্যাতিমান অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রয়াত চেয়ারম্যান সৈয়দ মিনহাজ হোসাইনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেমিনারে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যানসহ প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ