দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফুল হককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে একদল তরুণ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার হাজারী গলি এলাকার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে পুলিশে তুলে দেওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একজনকে মারধরের করছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছাত্রলীগ নেতা আসিফুলকে থানায় নিয়ে আসা হয়। তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) আদালতে পাঠানো হবে।
ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ যখন তাকে গাড়িতে তুলছে, তখন কিছু তরুণ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরেসহ বিভিন্ন স্লোগান দিচ্ছিল। এর আগে ছাত্রলীগ নেতাকে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.