দেশচিন্তা ডেস্ক: এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশন ২০২৫-এর চতুর্থ দিনে মঙ্গলবার (২৮ অক্টোবর) ফরেস্ট একাডেমি-চট্টগ্রামে অনুষ্ঠিত হলো “পরিবর্তনের নেতৃত্ব দিন, ভবিষ্যত গড়ুন” শীর্ষক কর্মশালা। এসডিজি ইয়ুথ ফোরাম এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষার্থী ও যুবনেতারা নেতৃত্ব, নাগরিক দায়িত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সচেতনভাবে ব্যবহার করার উপর প্রশিক্ষণ গ্রহন করেন। ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র জাতীয় সমন্বয়কারী সাদিব বিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফরেস্ট রেঞ্জার সিগমা আলম, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী তৌহিদুল ইসলাম এবং জেলা সমন্বয়কারী নওরীন তাসনিয়া খান মাঈশা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নাজিম উদ্দীন বলেন, “নেতৃত্ব মানে পদ নয়, দায়িত্ব; সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে ইতিবাচক পরিবর্তনের জন্য।” অংশগ্রহণকারীরা পরিবার, স্কুল ও কমিউনিটিতে সততা ও সামাজিক দায়বদ্ধতা প্রসারিত করার প্রতিশ্রুতি দেন। এতে বক্তারা বলেন, সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ভূমিকা পালন করা, তথ্যের সত্যতা যাচাই, গ্রহনযোগ্য লেখনীর প্রসার, সচেতনতার বিস্তার, নিজেকে এবং অন্যদের সম্মান করা প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের সঠিক যাচাই ও দায়িত্বপূর্ণ শেয়ারিংয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে একটি শিক্ষণীয় এবং প্রগতিশীল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা সম্ভব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি, অপতথ্য চিহ্নিতকরণ এবং নিরাপদ ডিজিটাল ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন প্রশিক্ষকগণ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.